টপ নিউজ

মেহেরপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনের মনোনয়নপত্র দাখিল

By মেহেরপুর নিউজ

November 17, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন উপলক্ষে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। মঙ্গলবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ২ প্যানেলে ২৮ জন তাদের মনোনয়ন জমা দেন।

আগামী ২৭ নভেম্বর মেহেরপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন বার্ষিক নির্বাচনে ১২৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আসন্ন নির্বাচনে ১৫ টি পদে ২ প্যানেলে ২৮ জন তাদের মনোনয়ন জমা দেন।

আওয়ামী আইনজীবী পরিষদে সভাপতি পদে শাজাহান আলী,সম্পাদক পদে এ কে এম আসাদুজ্জামান সহ ১৫ টি পদের মধ্যে ১৩ টি এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামে সভাপতি পদে আনোয়ার হোসেন, সম্পাদক পদে ফরিদ উদ্দিনন সহ পূর্ণ ১৫ জনের মনোনয়ন পত্র জমা দেন।আওয়ামী আইনজীবী পরিষদে অন্য পদে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন সহ-সভাপতি পদে নজরুল ইসলাম, গোলাম মোস্তফা, যুগ্ম সম্পাদক পদে কে এম নুরুল হাসান রঞ্জু, শাহরিয়ার মাহমুদ শাওন, কোষাধ্যক্ষ পদে সিরাজুল ইসলাম, পাঠাগার ও সাহিত্য সম্পাদক পদে রোকেয়া খাতুন, নির্বাহী সদস্য পদে শাহিনুর রহমান, রুত শোভা মন্ডল, নাগিন মাহমুদ জুয়েল, সেলিম রেজা ও লাভলি খাতুন।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামে অন্য পদে মনোনয়ন পত্র জমাদান কারীরা হলেন সহ-সভাপতি আদিল করীম,রফিকুল ইসলাম।যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম (২) মিজানুর রহমান। কোষধক্ষ এহান উদ্দিন মনা, পাঠাগার ও সাংস্কৃতিক সম্পাদক এ এস এম এম আহসানুল্লাহ, নির্বাহী সদস্য মোখলেসুর রহমান স্বপন, হাসান মাহবুবুর রহমান, আরিফুজ্জামান, সাইফুল ইসলাম, শফিউল ইসলাম, সেলিম রেজা ও খুরশিদা খাতুন।আওয়ামী আইনজীবী পরিষদে মনোনয়ন জমা দেওয়ার সময় প্রবীণ আইনজীবী খন্দকার একরামুল হক হীরা, পল্লব ভট্টাচার্য, ইব্রাহিম শসহীন,জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মনোনয়ন জমা দেয়ার সময় মারুফ আহমেদ বিজন, কামরুল হাসান প্রমূখ উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কারী প্রধান বিমল কুমারের মনোনয়নপত্র জমা দেন।