নির্বাচন

মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দুই প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার

By মেহেরপুর নিউজ

November 19, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য পদে দুইজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বৃহস্পতিবার আওয়ামী আইনজীবী পরিষদের সদস্যপদে শাহিনুর রহমান ও শেফালী খাতুন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। বর্তমানে ১৫ টি পদের বিপরীতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পূর্ণ ১৫ জন, আওয়ামী আইনজীবী পরিষদের ১১ জন সহ মোট ২৭ জন প্রার্থী নির্বাচনের প্রতিদ্বন্দিতা থাকলেন। কেবল সভাপতি পদে দুটি প্যানেলে দুজন সহ এডভোকেট মিয়াজান আলী স্বতন্ত্র প্রার্থী হিসেবে সভাপতি পদে নির্বাচন করছেন।