বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা আইনজীবী সহকারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

April 29, 2017

মেহেরপুর নিউজ, ২৯ এপ্রিল: মেহেরপুর জেলা আইনজীবী সহকারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দিনব্যাপী জেলা আইনজীবী ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি সহ ৯টি পদে নীল প্যানেল ও সাধারণ সম্পাদকসহ ৬টি পদে সবুজ প্যানেল জয়লাভ করেছে। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহন পর্ব চলে। মোট ১২৪ জন ভোটারের মন জয় করতে ২টি প্যানেলে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন। ১২৩ জন ভোটার তাদেও ভোটাধিকার প্রয়োগ করেন।

এতে সভাপতি পদে আমিরুল ইসলাম (নীল) ৭৭ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকট তম প্রতিদ্বন্দী (সবুজ) প্যানেলের সোহরাব হোসেন পান ৪৫টি ভোট। সাধারণ সম্পাদক পদে (সবুজ) প্যানেলের শাহাদুল ইসলাম ৭৩ ভোট পেয়ে নিবৃাচিত হন। তার তার নিকট তম প্রতিদ্বন্দী (নীল) প্যানেলের আহসান হাবিব বেল্টু পান ৪৯ ভোট।

নির্বাচনে বিজয়ী অন্যরা হলেন, সহ-সভাপতি পদে নাসির উদ্দিন (সবুজ) ৭৪ ভোট, আবুল হাসান (নীল) ৬৪ ভোট, যুগ্ম সম্পাদক পদে আব্দুল সাত্তার (সবুজ) ৭৪ ভোট, সিদ্দিকুর রহমান স্বপন (নীল) ৫৮ ভোট, কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম (সবুজ) (লটারির মাধ্যমে বিজয়ী) ৫৫ ভোট, সদস্য পদে মিজানুর রহমান (নীল) ৭২ ভোট, সানোয়ার হোসেন (নীল) ৬৯ ভোট, ইদ্রিস আলী (নীল) ৬৩ ভোট, আব্দুল বাতেন (সবুজ) ৫৭ ভোট এবং লাটারির মাধ্যমে আরিফুল ইসলাম (সবুজ) ৫৬ ভোট পেয়ে নির্বাচিত হন।

নির্বাচন পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতির সবাপতি অ্যাড. মোখরেছুর রহমান। তাকে সহযোগিতা করেন অ্যাড. গোলাম মোস্তফা, অ্যাড. আসাদুজ্জামান, আ্যাড. আব্দুল্লাহ আল মামুন রাসেল।