নির্বাচন

মেহেরপুর জেলা আইনজীবী সহকারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন শুরু

By মেহেরপুর নিউজ

March 14, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা আইনজীবী সহকারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন শুরু হয়েছে। মেহেরপুর জেলা আইনজীবী ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

জেলা আইনজীবী সহকারী নির্বাচনে ১৫ টি পদের জন্য দু’টি প্যানেলের ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা আইনজীবী সহকারী সমিতির বর্তমান সভাপতি আমিরুল ইসলাম ও শাহাদুল ইসলাম কানাই পরিষদের পূর্ণ প্যানেলে ১৫ জন এবং বিল্টু জাহিদের নীল প্যানেলের ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মোট ১২১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। দুপুর তিনটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটদান পর্ব চলবে। নির্বাচন আমিরুল ইসলাম সাহাদুল ইসলাম কানাই পরিষদের সভাপতি পদে আমিরুল ইসলাম, সহ-সভাপতি পদে মোজাম্মেল হক, নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক শাহাদুল ইসলাম কানাই, সহ-সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, মেহেদি আরাফাত পাশা, কোষাধ্যক্ষ পদে শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন, প্রচার সম্পাদক খন্দকার নাজমুল হোসেন, দপ্তর সম্পাদক আনিসুর রহমান, কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান, গিয়াসউদ্দিন, রফিকুজ্জামান, তুহিন ও গোলাম মোস্তফা। অপরদিকে বেল্টু জাহিদ পরিষদের নীল প্যানেলের সভাপতি পদে আহসান হাবীব বেল্টু, সহ-সভাপতি রেজাউল হক, মাওলা মাওলা আলী খান, সাধারণ সম্পাদক আবদুস সাত্তার জাহিদ, যুগ্ম সম্পাদক রাশেদ হাসান, কোষাধ্যক্ষ কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, প্রচার সম্পাদক রূপচাঁদ ভোলা, দপ্তর সম্পাদক জিয়াউর রহমান, সদস্য পদে এনামুল হক, শামীম রেজা, সাজ্জাদুল আলম, সম্রাট মিয়া ও সোহেল রানা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।