বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

August 18, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ আগস্ট: মেহেরপুর জেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলার সম্প্রতি আইন শৃংখলার নানা দিক দিয়ে সভায় আলোচনা হয়। আজ রোববার সকালে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন।

আলোচনায় অংশ নেন,মেহেরপুরের পুলিশ সুপার মোফাজ্জেল হোসেন, মেহেরপুর-০২ আসনের সাবেক এমপি মকবুল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন, মেহেরপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব আশকার আলী,মেহেরপুর সদর থানা আওয়ামীলীগের সভাপতি গোলাম রসুল, গাংনী র‌্যাব-৬ এর কমান্ডার তারেক জুবায়ের,মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকতা মোকতার হোসেন, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আঃ সালাম, গাংনী উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ শফিকুল ইসলাম, গাংনী পৌর মেয়র আহম্মদ আলী প্রমূখ।