বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

December 23, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৩ ডিসেম্বর:

মেহেরপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃহস্পতিবার মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মেহেরপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক হোসেন আলী খন্দকারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক (প্রকল্প প্রশিক্ষন) নির্মলেন্দু বিশ্বাস। এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা কমান্ড্যান্ট ( অতিরিক্ত দায়িত্ব) কে এম মনিরুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন দলনেতা আবুল কাশেম, নূরুন্নাহান আখতার। সমাবেশে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমানে এই সংগঠন দেশের সার্বিক উন্নয়নে যতেষ্ঠ ভূমিকা পালন করে যাচ্ছে। এই সংগঠনই দেশ স্বাধীনের পূর্বে অস্থায়ী সরকারকে গার্ড অব অনার প্রদান করে সংগঠনের যে সুনাম কুড়িয়ে ছিল। তা বাংলাদেশের ইতিহাসে অন্যন্য হয়ে থাকবে। সমাবেশে আনসার ও গ্রাম প্রতিরক্ষার কাজে বিশেষ অবদান রাখায় ২০ জন আনসার সদস্যকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। সমাবেশে প্রবাসী সরকারকে গার্ড অব অনার প্রদানকারী জীবিত ৪ সদস্যসহ মৃতদের পরিবার বর্গ উপস্থিত ছিলেন।