বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা ইমাম সমিতির ইফতার বিতরণ

By মেহেরপুর নিউজ

April 11, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা ইমাম সমিতির উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে মেহেরপুর শহরের হোটেল বাজার জামে মসজিদের সামনে পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

মেহেরপুর জেলা ইমাম সমিতির সভাপতি ও হোটেল বাজার জামে মসজিদের ইমাম হাফেজ রোকনুজ্জামান, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজ উদ্দিন উপস্থিত থেকে পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন। এ সময় অন্যদের মধ্যে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ সিদ্দিকুর রহমান, হোটেল বাজার জামে মসজিদের সাধারণ সম্পাদক আব্দুল মতিন প্রমুখ উপস্থিত ছিলেন।