মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা ইয়াং বাংলা ফিউচার লিডার্স এর উদ্যোগে উন্নয়ন, অগ্রযাত্রা, শান্তি, সমৃদ্ধ, সাফল্য ও স্মার্ট মেহেরপুর গড়ার লক্ষ্যে র্যালী বের করা হয়। মঙ্গলবার বিকালে এ র্যালী বের করা হয়।
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের নেতৃত্বে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু করে র্যালীটি মেহেরপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে গিয়ে শেষ হয়। পরে সেখানে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
র্যালীতে অন্যদের মধ্যে কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য সৈয়দা মোনালিসা ইসলাম, শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান মতিন,ইয়াং বাংলা ফিউচার লিডার্স এর মেহেরপুর জেলা শাখার সভাপতি আদিব হোসেন আসিফ, মেহেরপুর জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরন, সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন, ইব্রাহিম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।