মেহেরপুর নিউজ:বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, মেহেরপুর জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার দুপুরের দিকে মেহেরপুর জেলা ইসলামী ছাত্র শিবিরের কার্যালয়ে জেলা ছাত্রশিবিরের এক সভায় মেহেরপুর জেলা ছাত্র শিবিরের সভাপতি হিসাবে আব্দুস সালাম ও সেক্রেটারি হিসাবে মোঃ সাইদুর রহমান নাম ঘোষণা করা হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ব্যবসায় শিক্ষা সম্পাদক মোঃ গোলাম জাকারিয়া জেলা কমিটির সভাপতি সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।
মেহেরপুর জেলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজউদ্দিন খান, সেক্রেটারি ইকবাল হুসাইন, মেহেরপুর পৌর জামায়াতে ইসলামীর আমির সোহেল রানা ডলার প্রমুখ
নবনির্বাচিত কমিটির সভাপতি ও সেক্রেটারি দীর্ঘদিন ধরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাথে জড়িত ছিলেন। ইতিপূর্বে নবনির্বাচিত সভাপতি আব্দুস সালাম মেহেরপুর জেলা ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন এবং নবনির্বাচিত সেক্রেটারি মোঃ সাইদুর রহমান অফিস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।