বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে কোরিয়ান ভাষা শিক্ষা কোর্সের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

July 17, 2023

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে কোরিয়ান ভাষা শিক্ষা কোর্সের উদ্বোধন করা হয়েছে।

সোমবার দুপুরের দিকে মেহেরপুর টিটিসি মিলনায়তনে কোরিয়ান ভাষা শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোরিয়ান ভাষা শিক্ষা কোর্সের উদ্বোধন করেন। এর আগে মেহেরপুর টিটিসি’র অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদারের সভাপতিত্বে জেলা পরিষদ মোহাম্মদ আজিজুল ইসলাম ফিতা কেটে কোরিয়ান ভাষা শিক্ষা কোর্সের উদ্বোধন করেন।

টিটিসিতে কম্পিউটার, অটোক্যাড, ইলেক্ট্রনিক্স এন্ড ইলেক্ট্রিক্যাল, সিভিল ইঞ্জিনিয়ারিং প্রশিক্ষণ প্রদান করা হতো। পরে এসব ট্রেড ছাড়াও ড্রাইভিং, গার্মেন্টস ট্রেড, জাপানীজ ও কোরিয়ান ভাষা শিক্ষা কোর্স চালু হয়েছে এবং এখানে বিদেশগামী শ্রমিকদের রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার ব্যবস্থা চালু হয়েছে। এতে জেলা থেকে প্রচুর জনশক্তি রপ্তানীর সুযোগ তৈরি হয়েছে। জেলা প্রশাসক বলেন, প্রশিক্ষিত কর্মী দেশের সম্পদ। তারা বিদেশে গিয়ে নিজের দক্ষতা ও যোগ্যতা প্রমান করতে পারলে বাংলাদেশী শ্রমিকদের প্রতি বিদেশী নিয়োগকর্তাদের ইতিবাচক ধারনা তৈরি হয়। এতে বিদেশে বাংলাদেশের শ্রমের বাজার প্রসারিত হয়। রেমিটেন্স আয় বৃদ্ধি পায়।

তিনি চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা, ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কারিগরী প্রশিক্ষণের মাধ্যমে যোগ্যতা অর্জনের উপর গুরুত্বারুপ করেন।