বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা কৃষক লীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

By মেহেরপুর নিউজ

July 12, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা কৃষক লীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালে মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নের গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়।

মেহেরপুর জেলা কৃষক লীগের সভাপতি মাহাবুব উল আলম শান্তি উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসেন,মেহেরপুর জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক আনারুল ইসলাম মিয়া, শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান মতিন,জেলা কৃষক লীগের সহ-সভাপতি হাসেম আলি, যুগ্ম সম্পাদক মশিউর রহমান পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন।