কৃষি সমাচার

মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি প্রণোদনা

By মেহেরপুর নিউজ

June 29, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি প্রণোদনা কর্মসূচি খরিপ-১/২০২০-২০২১ মৌসুমী পারিবারিক কৃষির আওতায় সবজি পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উপকরণ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রণোদনা প্রদানের উদ্বোধন ঘোষণা করেন।

এসময় ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ আতাউল গনি, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কামরুল হক মিয়া।

মেহেরপুর সদর উপজেলা ১৬০ জন এবং মুজিবনগর উপজেলায় ১২৮ জন কৃষকের মধ্যে সবজি বিজয়নগর ১হাজার ৯শ ৩৫ টাকা করে প্রদান করা হয়। প্রণোদনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওসমান গনি, সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাসরিন আক্তার, ইউপি চেয়ারম্যান শাহজামান, আমার হোসেন মিলু, আয়ুব হোসেন, আনারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।