ক্রিকেট

মেহেরপুর জেলা ক্রিকেট দল নড়াইলে

By মেহেরপুর নিউজ

April 01, 2022

মেহেরপুর নিউজ:

বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিবি) অধীনে জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করার লক্ষ্যে মেহেরপুর জেলা দল নড়াইলে পৌঁছেছে।

শুক্রবার সকালের দিকে মেহেরপুর জেলা দলের সদস্যরা সড়ক পথে নড়াইল পৌঁছান। শনিবার মেহেরপুর জেলা পঞ্চগড় জেলার সাথে প্রথম খেলা অনুষ্ঠিত হবে। মেহেরপুর জেলা দলের ১৪ জন খেলায়াড়রা হলো সাইফুল ইসলাম,আসাদুর রহমান অনু, ইমন, বাদশা,আরিফুল ইসলাম, শামিম,পল্লব,প্লাবন,ওমর,তারিক,ডায়ান, আব্দুর রউফ ,শ্রাবন ,এজাজ আহমদ।