বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা ক্রীড়া অফিসের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

June 06, 2023

 মেহেরপুর নিউজ:

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি আওতায়, মেহেরপুর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় পুকুরে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানের জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নূরানী সহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সাঁতার প্রতিযোগিতার ৯টি ইভেন্টে শতাধিক সাঁতারু অংশগ্রহণ করেন।