খেলাধুলা

মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি বাতিল করে নতুন কমিটি অনুমোদন দিয়েছে ক্রীড়া মন্ত্রনালয়ের মন্ত্রী ও সচিব

By মেহেরপুর নিউজ

July 06, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ জুলাইঃ মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার বর্তমান এডহক কমিটি বাতিল করে অনুমোদন সহ নতুন কমিটির তালিকা পাঠিয়েছে সরকারের ক্রীড়া মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ও সচিব। মন্ত্রী ও সচিবের সাক্ষরিত এই কমিটি তালিকা মতামতের জন্য মেহেরপুর জেলা প্রশাসকের কাছে পৌঁছেছে। নতুন এই এডহক কমিটিতে এমএএস ইমনকে সদস্য সচিব করে কমিটির সদস্যরা হলেন- এ্যাড ইয়ারুল ইসলাম, আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, গোলাম রসুল, আক্কাছ আলী, মাহফুজুর রহমান রিটন, শামিমুল ইসলাম, এমদাদুল হক, শামিম জাহাঙ্গীর সেন্টু, সালেহ উদ্দিন আহমেদ, সোহেল রানা ও সাদরুল ইসলাম। নতুন এই কমিটির অনুমোদন চেয়ে মন্ত্রনালয়ে পাঠানো পত্রে বলা হয়েছে- দুই বছর আগে বর্তমান এডহক গঠন করা হয়েছিল নির্বাচনের মাধ্যমে নতুন একটি কমিটি লক্ষ্যে। কিন্তু তারা নির্বাচন করতে ব্যার্থ হয়েছে। ফলে বর্তমান এই কমিটির কোন বৈধ্যতা নেই। নতুন কমিটির তালিকা প্রসঙ্গে মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক মাহমুদ হোসেন সাংবাদিকদের জানান- ক্রীড়া মন্ত্রনালয়ের সচিবের সাক্ষরিত একটি তালিকা তিনি পেয়েছেন। মূলত ডিসির মতামতের জন্য তালিকাটি পাঠানো হয়েছে। এই বিষয়ে তিনি চিন্তা করে সিদ্ধান্ত নেবেন বলে জানান। নতুন কমিটির সদস্য সচিব এমএএস ইমন মেহেরপুর নিউজ ডটকম কে বলেন- জেলার ক্রীড়ামোদীদের অভিযোগের প্রেক্ষিতে মন্ত্রনালয় নতুন একটি কমিটি তালিকায় সুপারিশ করেছে। এই কমিটি অনুমোদন পেলে তিনি জেলার ক্রীড়াঙ্গনের মান উন্নয়ন ও যুব সমাজকে ক্রীড়ামুখী করতে সর্বাত্বক চেষ্টা করে যাবেন। ক্রীড়া সংস্থার নতুন কমিটির দাবীতে ইতিমধ্যে মেহেরপুরের খেলোয়াড় ও সংগঠকবৃন্দ মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন করেছে। তারা বর্তমান কমিটি ভেঙ্গে দ্রুত নতুন কমিটি অনুমোদনের জন্য জোর দাবী জানিয়েছে।