মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ জানুয়ারী:
মেহেরপুর জেলা জজ আদালতের আইনজীবী মোঃ রফিকুজ্জামান বাবুকে পাবলিক প্রসিকিউটর (পিপি) নিয়োগ দেয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে গনপ্রজাতন্ত্রী রাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়, আইন ও বিচার বিভাগ সলিসিটর’র কার্যালয় (জিপি/পিপি শাখার) উপ-সলিসিটর (জিপি/পিপি) মশিউর রহমান স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তায় ওই তথ্য জানানো হয়েছে। মহাজোট সরকার গঠন করার পর এ্যাড: মিয়াজান আলীকে মেহেরপুর জেলা জজ আদালতের পিপি হিসেবে নিয়োগ দেয়া হয়। গত ১৫ ডিসেম্বর এ্যাড:মিয়াজান আলীকে মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় তাঁকে পিপি থেকে অব্যহতি দেয়া হয়। ওই সময় থেকে মেহেরপুর পিপি হিসেবে নিয়োগ পেতে একাধিক আইনজীবী দৌঁড়-ঝাপ শুরু করেন। অবশেষে মেহেরপুর জেলা আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি ও জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রফিকুজ্জামান বাবুকে পিপি হিসেবে নিয়োগ দেয়া হলো। মেহেরপুর শহরের বোসপাড়ার মৃত মোকছেদ আলীর ছেলে রফিকুজ্জামান বাবু ১৯৭১ সালে এসএসসি, ১৯৭৩ সালে এইচএসসি, পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল বিষয়ে অনার্স ও মাষ্টার্স ডিগ্রি লাভ করেন। ১৯৮৪ সালে তিনি আইনে পড়ালেখা শেষ করে ১৯৮৬ সালে মেহেরপুর জেলা জজ আদালতে আইন পেশায় নিয়োজিত হন। ছাত্র অবস্থায় থেকে তিনি ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত হন। আইন পেশায় যোগদানের পর তিনি বিভিন্ন সময় জেলা আইনজীবি সমিতির সদস্য, কোষাধ্যক্ষ এবং যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।