বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা নকল নবিশ এ্যাসোসিশনের নির্বাচন সম্পন্ন :: সভাপতি আজাদ- সম্পাদক মিজানুর

By মেহেরপুর নিউজ

February 19, 2017

মেহেরপুর নিউজ,১৯ ফেব্রুয়ারি: মেহেরপুর জেলা নকল নবিশ এ্যাসোসিশেন দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।  নির্বাচনে আবুল কালাম আজাদ সভাপতি ও মিজানুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। রবিবার জেলা রেজিষ্টি অফিসে দুপুর ১২ টা থেকে ৩টা পর্যন্ত এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে মোট ১০২ জন ভোটারের মন জয় করতে সভাপতি পদে ৪ জন এবং সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেন। ৯৯ জন ভোটর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে আবুল কালাম আজাদ ৫০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকট তম প্রার্থী আনোয়ার জাহিদ পিয়াস ৪৭ ভোট পান। সাধারণ সম্পাদক পদে মিজানুর রহমান ৫৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকট তম প্রার্থী ইমরান শেখ ৪০ ভোট পান। নির্বাচন পরিচালনা করেন আশানুর রহমান গোপাল।