বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা পরিষদের কর্মসম্পাদন সহায়তা কমিটির ১০ম সভা অনুষ্ঠিত

By Meherpur News

July 29, 2025

মেহেরপুর নিউজ:মেহেরপুর জেলা পরিষদের উদ্যোগে কর্মসম্পাদন সহায়তা কমিটির ১০ম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন দপ্তরের গুরুত্বপূর্ণ কর্মকর্তা ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম, গাংনী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার হোসেন, জেলা শিক্ষা অফিসার হযরত আলী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাসিমা খাতুন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আসাদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক সভার সমাপনী বক্তব্যে বলেন, “টেকসই উন্নয়নের জন্য কর্মসম্পাদন নিরীক্ষা ও মূল্যায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে আমরা উন্নয়নের সঠিক গতিপথ নির্ধারণ করতে পারি।”