বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানকে শুভেচ্ছা

By মেহেরপুর নিউজ

January 05, 2017

মেহেরপুর নিউজ, ০৫ জানুয়ারী: মেহেরপুর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান গোলাম রসুলকে শুভেচ্ছা জানিয়েছেন সদর উপজেলার বুড়িপোতা ও কুতুবপুর ইউনিয়ন পরিষদ।

বৃহস্পতিবার বিকালে স্ব স্ব  ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ শুভেচ্ছা জানানো হয়।

কুতুবপুর ইউপি চেয়ারম্যান শহিদুল আলম ফুলদিয়ে জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান গোলাম রসুলকে বরণ করে নেন। এসময় জেলা আওয়ামলীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি জয়নাল আবেদীন, ইউপি সদস্য দিলরুবা খাতুন, রোজিনা খাতুন সেখানে উপস্থিত ছিলেন।

এদিকে সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদের উদ্যোগে জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান গোলাম রসুলকে শুভেচ্ছা জানিয়েছেন। বুড়িপোতা ইউপি চেয়ারম্যান শাহা জামাল ফুলদিয়ে নবনির্বাচিত চেয়ারম্যানকে বরণ করে নেন।

এসময় জেলা আওয়ামলীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি জয়নাল আবেদীন, ইউপি সদস্য আলমগীর হোসেন লাল্টু, ইসমাইল হোসেন, সচিব সানোয়ার হোসেন সেখানে উপস্থিত ছিলেন।