নির্বাচন

মেহেরপুর জেলা পরিষদের সদস্যর মোটরসাইকেল শোভাযাত্রা

By মেহেরপুর নিউজ

December 25, 2020

মেহেরপুর নিউজ:

২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়ন পাওয়ার লক্ষ্যে মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়। মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের রাজাপুর গ্রামের বাসিন্দা ও জেলা পরিষদের সদস্য আবদুল কুদ্দুস এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়।

শুক্রবার বিকালে মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে শুরু করে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রাটি বুড়িপোতা ইউনিয়নের রাধাকান্তপুর, দক্ষিণ শালিকা, বাড়ি বাঁকা, রাজাপুর গুচ্ছগ্রাম, হরিরামপুর, ঝাঁঝ, ইচাখালি, যাদবপুর, রাজাপুর গ্রাম প্রদক্ষিণ করে। কয়েক শো মোটরসাইকেল নিয়ে আওয়ামী লীগ নেতা-কর্মীরা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।