নির্বাচন

মেহেরপুর জেলা পরিষদের সদস্য ইমতিয়াজ আহম্মেদ মিরনের মতবিনিময় সভা

By মেহেরপুর নিউজ

January 08, 2021

মেহেরপুর নিউজ:

২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মেহেরপুর জেলা পরিষদের সদস্য ও কুতুবপুর ইউনিয়নের শুভরাজপুর গ্রামের বাসিন্দা ইমতিয়াজ আহম্মেদ মিরনের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

কুতুবপুর ইউনিয়নের উজলপুর গ্রামের নেতৃবৃন্দের সাথে।শুক্রবার সন্ধ্যায় শুভরাজপুর গ্রামস্থ মিরনের বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কুতুবপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে ইমতিয়াজ আহমেদ মিরন ধারাবাহিক গণসংযোগ ও মতবিনিময় করছেন, তারই অংশ হিসেবে রাতে উজলপুর গ্রামের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।