নির্বাচন

মেহেরপুর জেলা পরিষদের সদস্য ইমতিয়াজ আহমেদ মিরনের মতবিনিময়

By মেহেরপুর নিউজ

November 05, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ উপলক্ষে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন মেহেরপুর জেলা পরিষদের সদস্য ইমতিয়াজ আহমেদ মিরন।

বৃহস্পতিবার রাতে তার সুভরাজপুর অফিসে এ মতবিনিময় করেন। মতবিনিময় সভায় ইমতিয়াজ আহমেদ মিরন সহ অন্যদের মধ্যে ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ সাহার আলী, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, ইউ পি সদস্য আশরাফুল আলম,যুবলীগের সভাপতি আদম আলী, সাধারণ সম্পাদক শাহরিয়ার বিশ্বাস, তাতী লীগের সভাপতি ইমাদুল হক, সাধারণ সম্পাদক সোহেল রানা, মুক্তিযোদ্ধা বাবর আলী, শোলমারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল হক,শোলমারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আজিজুল হক,কে আর আর এস মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক খোরশেদ আলম, কুতুবপুর সীমান্ত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আসাদুল হক, আওয়ামিলীগ নেতা ফারুক হোসেন সহ স্থানীয় নেতাকর্মীবৃন্দ।