মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং মেহেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গোলাম রসুল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।
মঙ্গলবার রাত ৩টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বৈষম্যবিরোধী আন্দোলনসহ একাধিক মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
দুই সপ্তাহ আগে অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার তাঁর একটি অস্ত্রোপচারের কথা ছিল। তবে তার আগেই তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ আসর হোটেল বাজার জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে এবং পরে তাঁকে পুরাতন পৌর কবরস্থানে দাফন করা হবে।