বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

By মেহেরপুর নিউজ

December 12, 2016

মেহেরপুর নিউজ, ১২ ডিসেম্বর: মেহেরপুর জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত সদস্য প্রার্থীদের মাঝে নির্বাচনি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

সোমবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেহেরপুরের জেলা প্রশাসক (ডিসি) ও রির্টানিং কর্মকর্তা পরিমল সিংহ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দদেন।

এসময় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো: রোকনুজ্জামান সেখানে উপস্থিত ছিলেন।

নির্বাচনে চেয়ারম্যান পদে আ.লীগ প্রার্থী এ্যাড. মিয়াজান আলী (কাপপিরিচ), আ.লীগের বিদ্রোহী প্রার্থী সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম রসুল (আনারস), গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি সহিদুজ্জামান খোকন (তালগাছ), মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিয়া উদ্দিন বিশ্বাস (চশমা) প্রতীক পেয়েছেন।

এদিকে সদস্য পদে ১ নম্বর ওয়ার্ডে শাহিন উদ্দিন (তালা), আব্দুর রাজ্জাক (টিউবয়েল), ২ নং ওয়ার্ডে রফিকুল ইসলাম গাইন (তালা), আজিমুল বারী (টিউবয়েল), ৩ নম্বর ওয়ার্ডে একমাত্র প্রার্থী আলমাস হোসেন শিলু (বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত), ৪ নম্বর ওয়ার্ডে নাহিদ হাসান খান (অটো রিকসা), মফিজুর রহমান (হাতি), হাসানুল হক (তালা), মিজনুজ্জামান অপু (টিউবয়েল), ৫ নম্বর ওয়ার্ডে ইমতিয়াজ হোসেন (টিউবয়েল), জালাল উদ্দিন মল্লিক (তালা), ইদ্রিস আলী (অটো রিকসা), ৬ নম্বর ওয়ার্ডে আব্দুল কুদ্দুস (তালা), আমিরুল ইসলাম (টিউবয়েল), আবুল কাশেম (অটো রিকসা), রেজাউল ইসলাম (বৈদুতিক ফ্যান), ৭ নম্বর ওয়ার্ডে আরিফুল ইসলাম (তালা), রফিকুল ইসলাম (টিউবয়েল), বশির আহমেদ (বৈদুতিক ফ্যান), ৮ নম্বর ওয়ার্ডে আবুল হাশেম (অকো রিকসা), আব্দুস সামাদ (তালা), রুহুল আমিন (টিউবয়েল), খাজা ময়নুদ্দিন (হাতি), ৯ নম্বর ওয়ার্ডে আব্দুর রাজ্জাক (তালা) , জাহিদুল ইসলাম (হাতি), শওকত আলী (টিউবয়েল), ১০ নম্বর ওয়ার্ডে মজিরুল ইসলাম (তালা), আনারুল ইসলাম (টিউবয়েল), মনিরুল ইসলাম (হাতি), ১১ নম্বর ওয়ার্ডে তৌহিদ মুর্শেদ (বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত), ১২ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ আলী (টিউবয়েল), নাজমুল হক বিশ্বাস (তালা), আমিনুল বারী (অটো রিকসা), ১৩ নম্বর ওয়ার্ডে হাফিজুর রহমান (টিউবয়েল), নজরুল ইসলাম (তালা), মুনছুর আলী (অটো রিকসা), আব্দুল আলিম (বৈদুতিক ফ্যান), ১৪ নম্বর ওয়ার্ডে আযুব আলী (তালা), জাহাঙ্গীর আলম (হাতি), বজলুল হাবিব (টিউবয়েল), শহিদুল ইসলাম (অটো রিকসা), ১৫ নম্বর ওয়ার্ডে আমিরুল ইসলাম (টিউবয়েল), নিয়াজ উদ্দিন (বক), মনিরুজ্জামান (অকো রিকসা), হাবিব উল্লাহ (বৈদুতিক ফ্যান), তোফাজ্জেল হক (হাতি) ও মাসুদ পারভেজ (তালা) প্রতীক পেয়েছেন।

একই সাথে সংরক্ষিত নারী সদস্য পদে ১,২,৩ নম্বর ওয়ার্ডে আফরোজা খাতুন (ফুটবল), ফজিলা খাতুন দেওয়াল ঘড়ি), সকিদা খাতুন (হরিণ), নারগিস আরা (দোয়াত কলম), ৪,৫,৬নম্বর ওয়ার্ডে রেহেনা খাতুন (ফুটবল), সুফিয়া আক্তার জামিলা (হরিণ), শামিউল বাশিরা দেওয়াল ঘড়ি), ৭,৮,৯ নম্বর ওয়ার্ডে শামীম আরা বিশ্বাস হিরা (ফুটবল), শাহেরা খাতুন (হরিণ), ১০,১১,১২ নম্বর ওয়ার্ডে শাহানা ইসলাম শান্তনা (হরিণ), ফারহানা ইয়াসমিন (ফুটবল) এবং ১৩,১৪,১৫ নম্বর ওয়ার্ড রাজিয়া খাতুন (হরিণ), গুলশান আরা খাতুন (ফুটবল) প্রতীক পেয়েছেন।