টপ নিউজ

মেহেরপুর জেলা পুলিশের জন সচেতনতামূলক প্রচারণা অভিযান

By মেহেরপুর নিউজ

October 24, 2020

মেহেরপুর নিউজ:

করোনা ভাইরাস ঠেকাতে দরকার মাস্ক, বহুবার জানানো সত্বেও মাস্কের গুরুত্ব বুঝতে নারাজ সমাজের একাংশ। মেহেরপুর জেলা পুলিশের পক্ষে বিভিন্ন এলাকায়-এ মাস্কের গুরুত্ব বোঝানো হলেও সমাজের একাংশ যেন সব কিছুরই উর্দ্ধে। করোনা ভাইরাসের সংক্রমণের মধ্যে বিভিন্ন সময় মাস্কের প্রয়োজনিয়তা ও গুরুত্ব বোঝানো হলেও এখনও মেলে মাস্ক ছাড়া বেশকিছু লোকের দেখা।

শনিবার বিকালে মেহেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে মেহেরপুর শহরের হোটেল বাজার মোড় ও কোর্ট মোড় এলাকায় সেই মাস্কের গুরুত্ব বোঝাতে মাস্ক বিতরণ ও মানুষকে মাস্ক পরিধানে উদ্বুদ্ধকরণ ও জন সচেতনতামূলক প্রচারণা চালায়।

পুলিশের পক্ষ থেকে মাস্ক দেওয়া হল পথ চলতি মানুষকে । মেহেরপুর জেলা পুলিশের অফিসারা  মাস্ক কেন পরবেন তা স্পষ্ট বুঝিয়েও দিলেন।  একইভাবে মেহেরপুর জেলা পুলিশ করোনা ভাইরাস সংক্রমণের শুরু থেকে প্রতিদিনই এ প্রচারণা অভিযান পরিচালনা করে আসছে শহরের বিভিন্ন এলাকায়।