বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

July 24, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার মেহেরপুর জেলার পুলিশ লাইন্স ড্রিলসেড মিলনায়তনে এ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, পিপিএম-সেবা ।

মেহেরপুর জেলা পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, পিপিএম-সেবা এর সভাপতিত্বে মাসিক কল্যাণ সভায়  বিভিন্ন  বিভাগের কাজের মূল্যায়ন করে মাসের অভিযানিক সাফল্য ও আইন শৃংখলা রক্ষার্থে গৃহীত বিভিন্ন কার্যক্রমের মানদণ্ডে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও সদস্য বৃন্দদের সম্মাননা স্বারক ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়।  এসময় পুলিশ বাহিনী সদস্যরা পুলিশ সুপারের নিকট তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ সুপার তাদের সমস্যাগুলো তাৎক্ষণিক সমাধানসহ প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

মাসিক কল্যাণ সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন, কামরুল হাসান মেহেরপুর সদর থানার ওসি সাইফুল ইসলাম, প্রমূখ।