বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

August 16, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালের দিকে মেহেরপুর পুলিশ লাইন্স ড্রিলসেডে মিলনায়তনে পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, পিপিএম-সেবা এর সভাপতিত্বে মাসিক কল্যাণ সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান,গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক, মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল প্রমূখ।

সভায় মেহেরপুর জেলা পুলিশের সদস্যরা পুলিশ সুপারের নিকট তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ সুপার তাদের সমস্যাগুলো তাৎক্ষণিক সমাধানসহ প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। পরে পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সদের মধ্যে ভালো কাজের স্বীকৃতিস্বরুপ নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করেন।