টপ নিউজ

মেহেরপুর জেলা প্রথম বিভাগ ফুটবল লীগে দুই জাগরনী লড়াই

By মেহেরপুর নিউজ

March 07, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু জেলা প্রথম বিভাগ ফুটবল লীগে দুই জাগরনী লড়াইয়ে মেহেরপুর সদর উপজেলার রায়পুর জাগরণী ক্লাব বিশাল ব্যবধানে জয়লাভ করেছে।

রবিবার অনুষ্ঠিত খেলায় রায়পুর জাগরণী ক্লাব গাংনী উপজেলার চিৎলা জাগরণী ক্লাবকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে। রায়পুর জাগরণী ক্লাব একচেটিয়া প্রাধান্য বিস্তার করে খেললেও খেলার প্রথমার্ধে গোলশূন্যভাবে শেষ হয়।

দ্বিতীয়ার্ধে সঙ্গবদ্ধ আক্রমণ চালিয়ে একের পর এক গোল আদায় করে নেয়। দ্বিতীয়ার্ধে ৩ মিনিটের মাথায় রকি গোলের সূচনা করেন এরপরে ১০ মিনিটের মাথায় মানিক,১৩ মিনিটের মাথায় আবারও মানিক গোল করে ৩-০ গোলে এগিয়ে যান।দ্বিতীয়াদ্ধের ২০ মিনিটে মোহন দলের পক্ষে ৪র্থ, ২২ মিনিটে মোবারক দলের পক্ষে পঞ্চম এবং খেলা শেষ হওয়ার এক মিনিট পূর্বে আসমাউল দলের পক্ষে ষষ্ঠ গোলটি করেন। শেষ পর্যন্ত তারা ৬-০ গোলে জয়লাভ করে মাঠ ছাড়েন।