এক ঝলক

মেহেরপুর জেলা প্রশাসকের অনন্য অবদান

By মেহেরপুর নিউজ

December 11, 2019

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসক মোঃ আতাউল গনির উদ্যোগে মেহেরপুর জেলা অপরাধ সংশোধনী কেন্দ্রে সহযোগিতায় মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী সিয়াম উদ্দিন ২ বছর সাজা খেটে জেলখানা থেকে বের হওয়ার পরপরই তার পুনর্বাসনের লক্ষ্যে একটি নতুন রিকশা প্রদান করা হয়েছে।

বুধবার সকালে জেলগেটে থাকে ফুলের তোড়া এবং একটি নতুন রিক্সা তুলে দেয়া হয়। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো তৌফিক রহমান উপস্থিত থাকে সিয়ামের হাতে রিকশা তুলে দেন।

এ সময় জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের ফজলে রাব্বি, জেল সুপার একেএম কামরুজ্জামান, জেলার শরিফুল ইসলাম, ডেপুটি জেলার মাসুদ রানা, সিয়াম এর পিতা সদর উপজেলার শোলমারি গ্রামের সেকেন্দার আলী সহ জেলখানা এবং সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সিয়ামের মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামের সেকেন্দার আলীর ছেলে। ৯ গ্রাম হেরোইন রাখার দায়ে ২০১৮ সালের ১১সেপ্টেম্বর আদালত তাকে ২ বছরের সশ্রম কারাদণ্ড দেন।

জেলখানা ভালো আচরণ করার জন্য কারা কর্তৃপক্ষ তার ৩ মাস ২৪ দিন সাজা মওকুফ করেন। এদিকে কারামুক্তির পর সিয়াম নতুন রিক্সা পেয়ে বলেন জীবনে আর কোন দিন খারাপ কাজ করবো না।