বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা প্রশাসকের সাপ্তাহিক গন শুনানি অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

April 05, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসকের সাপ্তাহিক গন শুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরের দিকে এ গণ শুনানি অনুষ্ঠিত হয়। নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম মেহেরপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষজন জেলা প্রশাসকের কাছে তাদের অভাব অভিযোগের কথা তুলে ধরেন।

জেলা প্রশাসক আজিজুল ইসলাম ধৈর্য সহকারে তাদের কথা শোনেন। এবং সমাধান করার ব্যাপারে আশ্বাস দেন। এ সময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন।