বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা প্রশাসকের সাথে মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের মতবিনিময় সভা অনুষ্ঠিত

By Meherpur News

August 03, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের এডহক কমিটির সদস্যরা জেলা প্রশাসকের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নিয়েছেন। রবিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজ। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের: আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা রায়হানুল কবীর, যুগ্ম আহবায়ক বীর, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মল্লিক, সদস্য বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আঃ রশিদ, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা ছাবদার আলী, বীর মুক্তিযোদ্ধা মাহবুল হক, বীর মুক্তিযোদ্ধা গুরুদাস হালদার, বীর মুক্তিযোদ্ধা জামিল উদ্দিন।