করোনাভাইরাস

মেহেরপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের রাস্তায় নেমে করোনা সম্পর্কে প্রচারণা

By মেহেরপুর নিউজ

April 01, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুরে প্রশাসন ও পুলিশের তৎপরতায় লক ডাউনের প্রথম দিকে  শহর ছিল ফাঁকা। অটোরিকশা-রিকশাও কম ছিল। মানুষজন কাজ ছাড়া খুব একটা বের হননি। কিন্তু অবস্থা পাল্টে গেছে গত ২- ৩ দিনে শহরের মানুষের আনাগোনা বাড়ছে। মানুষের এমন অসচেতন আচরণে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে মেহেরপুরে।

এ পরিস্থিতিতে করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মেহেরপুরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার আবারো রাস্তায় নামলেন।

বুধবার প্রচন্ড রৌদ্র উপেক্ষা করে জেলা প্রশাসক আতাউল গনি এবং পুলিশ সুপার এস এম মুরাদ আলি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু করে প্রধান সড়কের হোটেল বাজার পর্যন্ত হেঁটে হেঁটে করোনা ভাইরাসের ভয়াবহতা সম্পর্কে সাধারণ জনগনকে অবহিত করেন।

এসময় জেলা প্রশাসক মোঃ আতাউল গনি এবং পুলিশ সুপার এস এম মুরাদ আলি রাস্তায় নেমে,  প্রধান সড়কে চলাচলকারী জনতাকে করোনা ভাইরাস এর ভয়াবহতা তুলে ধরেন। এবং সেই সাথে সামাজিক দূরত্ব ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে চালান প্রচার-প্রচারণা।  অহেতুক রাস্তায় ঘোরাফেরা না করে ঘরে থাকতে , চায়ের দোকানে আড্ডা না দিতে ও পরিস্কার-পরিচ্ছন্ন থাকতে আহবান জানান।