বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা প্রশাসনের আন্তধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

December 08, 2019

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে রবিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তধর্মীয় সংলাপ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে আন্তধর্মীয় সংলাপ এ বক্তব্য রাখেন মেহেরপুর জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মুফতি হাফিজুর রহমান, মেহেরপুর শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দিরের পুরোহিত তপন ব্যানার্জি, গাংনীর নিত্যানন্দপুরের বিশপ বেঞ্জামিন বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।

অভ্যন্তরীণ সংলাপ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আতাউল গনি বলেন জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার লক্ষ্যে ফেসবুকের মাধ্যমে অন্যের ধর্ম সম্পর্কে অনেকে বিভ্রান্তিমূলক প্রচার করেন।

তিনি বলেন আমি বিশ্বাস করি আপনারা যারা এখানে রয়েছেন তারা প্রত্যেকে জ্ঞানী মানুষ আপনার কখনোই ফেসবুকের ঐ সমস্ত অপপ্রচারে কান দিবেন না।

জেলা প্রশাসক আরও বলেন ধর্ম যার যার রাষ্ট্র সবার আমরা একই রাষ্ট্রের নাগরিক। আমরা চাই সকলে মিলে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করতে। আন্তঃধর্মীয় সংলাপে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো:ইবাদত হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ তৌফিকুর রহমান, সিনিয়র সহকারী কমিশনার এম এম আরাফাত হোসেন সহ মেহেরপুর জেলার বিভিন্ন মসজিদের ইমাম, বিভিন্ন মন্দিরের পুরোহিত এবং বিশপ ফাদার গণ উপস্থিত ছিলেন।