ইতিহাস ও ঐতিহ্য

মেহেরপুর জেলা প্রশাসনের সাথে জেলা পূজা উদযাপন কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

October 11, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ অক্টোবর: শান্তিপূর্নভাবে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উদযাপনের লক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পূজা উদযাপন কমিটির কর্মকর্তাদের সাথে এক মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক দেলওয়ার হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মির্জা আব্দুল্লাহেল বাকি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন, সিভিল সার্জন ডা. আবদুস শহীদ, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা, জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ, সিনিয়র সহ-সভাপতি অ্যাড. পল্লব ভট্টাচার্য, সম্পাদক অভিজিৎ বোস প্রমুখ। উল্লেখ্য, এবার মেহেরপুর জেলা ৩ টি উপজেলায় মাত্র ৩৫ টি পূজামন্ডপ তৈরি হয়েছে। আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন গ্রামে ১২টি, গাংনী উপজেলায় ১৭ টি এবং মুজিবনগর উপজেলার বিভিন্ন গ্রামে ৬টি পূজা মন্ডপ তৈরির কাজ শুরু হচ্ছে।