জাতীয় ও আন্তর্জাতিক

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে গণশুনানী

By মেহেরপুর নিউজ

June 20, 2018

মেহেরপুর নিউজ, ২০ জুন: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে এই প্রথমবারের মতন গণশুনানী অনুষ্ঠিত হয়।

বুধবার জেলা প্রশাসকের কক্ষে অনুষ্ঠিত গণশুনানীতে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন জেলার বিভিন্ন স্থান থেকে আগত মানুষের কাছ থেকে অভাব অভিযোগ শোনেন এবং তাৎক্ষনিক পরামর্শ প্রদন সহ সমাধান দেওয়ার চেষ্টা করেন। গণশুনানীতে সদর উপজেলার উজলপুর গ্রামের জান মোহাম্মদ এর ছেলে আঃ মজিদ সাহায্যের আবেদন এবং বামন পাড়ার জয়দেব দাসের স্ত্রী সুমিতা দাস তার মেয়ের বিয়ের জন্য সাহায্যের আবেদন জানান। হিজুলীর ফকির মোহাম্মদ এর স্ত্রী হযরত আলী জমির খারিজ সংক্রান্ত বিষয়ে, মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের লাল মোহাম্মদ এর ছেলে ওমর আলী চিকিৎসা , আতাহার বিশ্বাসের ছেলে হযরত বিশ্বাস মামলা সংক্রান্ত এবং বারাকপুরের হাছিনা বেগম ঢেওটিন চেয়ে কথা বলেন। জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন ধৈর্য্য সহকারে সব কথা শোনেন এবং সমাধানের লক্ষ্যে তাৎক্ষনিকভাবে সংশ্লিষ্ট দপ্তর ও ব্যক্তির সাথে কথা বলেন।