মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের চতুর্থ বার্ষিকী নির্বাচনে ১৩ জন প্রার্থীর সকলে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন।মঙ্গলবার দুপুরের দিকে বিনা প্রতিদ্বন্দ্বিত নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের চতুর্থ বার্ষিকী নির্বাচন পরিচালনা কমিটির কমিশনার দেলোয়ার রহমান রিগান নির্বাচিত কমিটির নাম ঘোষনা করেন। এতে সভাপতি পদে আব্দুস সামাদ বাবুল বিশ্বাস, সহ-সভাপতি পদে আনোয়ারুল হক শাহী, অ্যাডভোকেট কাজী শহিদুল হক, কোষাধক্ষ্য ওমর ফারুক খান, নির্বাহী সদস্য মোঃ আতর আলী, আফতাব আলী খান, শাহ জামান, রওশন আলী,আল মামুন, সোহেল রানা,সাইদুল ইসলাম, কে এইচ শাফিউর কবির এবং আব্দুল মালেকের নাম ঘোষণা করেন । এ সময় কমিশনার শফিউল আলম সেখানে উপস্থিত ছিলেন।