রাজনীতি

মেহেরপুর জেলা বাস্তহারালীগের সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে চাঁদাবাজী মামলা

By মেহেরপুর নিউজ

January 16, 2016

মেহেরপুর নিউজ, ১৬ জানুয়ারী: মেহেরপুর জেলা বাস্তহারীলীগের সভাপতি ফিরোজ আলী, সহসভাপতি আলমগীর হোসেন রাকাসহ ১১ জনের বিরুদ্ধে চাঁদাবাজী মামলা দায়ের করেছে বিএডিসির এক শ্রমিক। শুক্রবার রাতে মেহেরপুর সদর থানায় বিএডিসির শ্রমিক জিল্লুর রহমান বাদি হয়ে তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। মামলার অন্য আসামীরা হলেন: বাস্তহারীলীগের ৫ নং ওয়ার্ড কমিটির সদস্য বিদ্যুৎ হোসেন, হবি , ইমরুল, শরিফ, হিরণ, আব্দুর, আশিক, শুকুর আলী, মিরাজ উদ্দিন। মামলার বিবরণে বাদির অভিযোগ, গত বৃহস্পতিবার বিএডিসিতে নিয়োজিত শ্রমিকদের কাজে আসতে নিষেধ করে নিজেদের লোকজনকে সেখানে কাজে নেওয়ার দাবি করে বিক্ষোভ করে আসামীরা। ওই দিন দুপুরের দিকে মধ্যহৃ ভোজ শেষে শ্রমিকরা আবারও কাজে যোগ দিলে তাদের মারধর করা হয় এবং চাঁদা দাবি করা হয়। এ ঘটনায় ওই দিনই বিএিডিসির উপপরিচালকের অভিযোগে বিদ্যুৎ হোসেনকে আটক করে পুলিশ। পরে শুক্রবার দুপুরে বিদ্যুতের মুক্তির দাবিতে শহরের বাস্ট্যান্ডে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে জেলা ও উপজেলা বাস্তহারালীগের নেতাকর্মীরা। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, বাস্তহারালীগ কর্মী বিদ্যুৎকে ওই মামলায় আটক দেখিয়ে কারাগারে প্রেরন করা হয়েছে। বাকি আসামীদের আটকের চেষ্টা চলছে।