ব্যবসা ও বানিজ্য

মেহেরপুর জেলা বিএডিসি’র বীজ ও সার ডিলার ব্যবসায়ী সমিতি গঠন

By মেহেরপুর নিউজ

September 30, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ সেপ্টেম্বর:

মেহেরপুর জেলা বি এ ডি সি বীজ ও সার ডিলার ব্যবসায়ী সমিতির উদ্যোগে বৃহস্পতিবার মেহেরপুর জেলা শিল্প ও বনিক সমিতি মিলনায়তনে এক আলোচনা সভা শেষে মেহেরপুর জেলা বি এ ডি সি বীজ ও সার ডিলার ব্যবসায়ী সমিতির কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। মুনসুর আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন তানভির আহমেদ খান রানা, আশরাফুল হক, আবু সাঈদ, সামছুজ্জোহা শাহী, মিজানুর রহমান রানা প্রমুখ। পরে তানভির আহমেদ খান রানাকে সভাপতি ও আশরাফুল হককে সাধারন সম্পাদক করে মেহেরপুর জেলা বি এ ডি সি বীজ ও সার ডিলার ব্যবসায়ী সমিতির ১১ সদস্য  বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন সহসভাপতি শাহাবুদ্দিন খান, যুগ্ম সম্পাদক এনামূল হোসেন, দপ্তর সম্পাদক সামছুজ্জোহা শাহী, কোষাধ্যক্ষ আমানুল্লাহ, নির্বাহী সদস্য মিজানুর রহমান রানা, তৌহিদ মুর্শেদ আতুল, সায়ীদুর রহমান, মুনছুল আলী এবং আলমগীর কবির।