মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৩ জানুয়ারী: কেন্দ্রীয় কর্মসূচী সফল করার লক্ষ্যে গণসংযোগ ও প্রচারপত্র বিলির আনুষ্ঠানিক কর্মসুচী শুরু করেছে মেহেরপুর বিএনপি। কর্মসুচীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন-এর উপদেষ্ঠা জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাবেক এমপি সামসুজ্জামান দুদু। আজ বুধবার বিকালে মেহেরপুর পৌর টাউন হল প্রাঙ্গনে গণসংযোগপুর্ব সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি আমজাদ হোসেন এমপি। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারপারসনের উপদেষ্টা সামসুজ্জামান দুদু বলেন, আওয়ামী অপশাসন থেকে দেশকে মুক্ত করতে হবে। নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবী আদায় করতে হবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রিয় কমিটির নিবাহী সদস্য মাসুদ অরুন, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, আলমগীর খান সাতু, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সহ-সভাপতি এম জেনারেল ইসলাম, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস সহ জেলা জাতীয় পার্টির আহবায়খ শেখ সাঈদ আহমেদ প্রমুখ। হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে সমাবেশ শেষে শহরে ব্যবসা প্রতিষ্ঠান সহ সর্বস্তরের জনতার মধ্যে প্রচারপত্র বিলি করা হয়।