মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ ডিসেম্বর: মেহেরপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলামের মাতা সমস্টার বেগম আজ শনিবার বিকাল ৫ টার সময় বার্ধক্য জনিত কারনে ইন্তিকাল করেছেন। ( ইন্নাল্লিা—–রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। সমস্টার বেগম মৃত্যুকালে ৪ ছেলে,১ মেয়ে আত্মীয় স্বজনসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। চেয়ারম্যান আমিরুল ইসলামের মাতা’র মৃত্যুতে মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপি’র ত্রান বিষয়ক সহসম্পাদক,মেহেরপুর জেলা বিএনপি’র সভাপতি আমজাদ হোসেন,কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী সদস্য ও মেহেরপুর-২ আসনের সাবেক এমপি মাসুদ অরুন মরহুমার পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন। সংসদ সদস্য আমজাদ হোসেন তার শোকবানীতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আগামীকাল রবিবার সকাল ১০ টার সময় মুজিবনগরের আনন্দবাস গ্রামে জানাযা শেষে পারিবারিক কবরে দাফন করা হবে।