বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা বিএম’র প্রতিবাদ সভা

By মেহেরপুর নিউজ

May 06, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ এপ্রিল: খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত অবস্থায় রোগির লোকজনের হাতে  ডা. রফিকুল ইসলাম প্রহত হওয়ার প্রতিবাদে মেহেরপুর জেলা বিএম’র উদ্যোগে বৃহস্পতিবার মেহেরপুর জেনারেল হাসপাতাল মিলনায়তনে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। জেলা বিএমএ’র সভাপতি ডা. রমেশ চন্দ্রনাথের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. আবদুস শহিদ, বিএমএ’র সাধারন সম্পাদক ডা. আবু তাহের সিদ্দিক, ডা. তাপস কুমার পাল, ডা. আমিরুল  ইসলাম, ডা. আলাউদ্দিন আহমেদ, ডা. আব্দুল মোমিনপ্রমুখ।