বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন :: পুনরায় সোনা সভাপতি, মতিয়ার সম্পাদক নির্বাচিত

By মেহেরপুর নিউজ

March 03, 2019

মেহেরপুর নিউজ, ০৩ মার্চ: মেহেরপুরে জেলা মটর মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে বড় ভোটের ব্যবধানে সভাপতি পদে আহসান হাবিব সোনা এবং সাধারণ সম্পাদক পদে মতিয়ার রহমান পুনরায় নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে আহসান হাবিব সোনা পেয়েছেন ১৮২০ ভোট, তার নিকট তম প্রতিদ্বন্দ্বী নজরুল ইসলাম পেয়েছেন ৭০১ ভোট। সাধারণ সম্পাদক পদে মতিয়ার রহমান পেয়েছেন ১৩৫৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল কুদ্দুস পেয়েছেন ১০৯১ ভোট। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- কার্যকরী সভাপতি সৈয়দ সোহেল( ১০৬৮ ভোট), সহসভাপতি পদে শাহিন আলী (৮৯৬ ভোট), যুগ্ম সম্পাদ;ক পদে নজরুল ইসলাম(১২৮২ ভোট), সহসাধারণ সম্পাদক পদে এরশাদ আলী (১২৪৮ ভোট) , সাংগঠনিক সম্পাদকত পদে রমেজ উদ্দিন(১১৪৬ ভোট), সহ সাংগঠনিক সম্পাদক পদে বকুল হোসেন (১০৮২ ভোট), শ্রমিক কল্যান সম্পাদক পদে শেরেগুল ইসলাম (১০৯৯ ভোট), কোষাধাক্ষ পদে মনিরুল ইসলাম (৯১৮ ভোট), প্রচার সম্পাদক পদে সেন্টু সেখ ( ৮৪১ ভোট), লাইন সম্পাদক পদে মনিরুল ইসলাম মনি ( ৯৯১ ভোট), কার্যকরি সদস্য পদে রফিকুল ইসলা (৭৫৩ ভোট), আনারুল ইসলাম (৬৮৭ ভোট), ও রমজান আলী (৬৪৭ ভোট) নির্বাচিত হয়েছেন। জেলা মটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. খন্দকার একরামুল হক হীরা রবিবার ভোর পোনে চারটার দিকে নির্বাচনী ফলাফল ঘোষনা করেন। এসময় সহকারী নির্বাচন কমিশসার অ্যাড. কামরুর হাসান উপস্থিত ছিলেন। এর আগে শনিবার সকাল ৯টা থেকে বিরতীহীনভাবে ভোটাররা বিকাল ৪টা পর্যন্ত ভোট দেন। ৩ হাজার ৫২৪ ভোটের মধ্যে ২ হাজার ৫৮০ টি ভোট পোল হয়। নির্বাচনে ১৫টি পদের বিপরীতে ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। দিনভর নিবান কেন্দ্র এলাকা বাসস্ট্যান্ডে উৎসবমুখরি পরিবেশ বজায় ছিল। তবে সন্ধ্যার দিকে সভাপতি প্রার্থী আহসান হাবিব সোনার উপর দূবৃত্তরা হামলা করে এমন অভিযোগ পাওয়া যায়। আহত আহসান হাবিব সোনা মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।