মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। রবিবার সকালের দিকে মেহেরপুর সদর উপজেলার খন্দকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে গাছের চারা বিতরণ করা হয়।
মেহেরপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকিকা লাভলী ইয়াসমিন উপস্থিত থেকে স্কুল শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করেন। গাছের চারা বিতরণ অনুষ্ঠানে অন্যদের মাঝে মেহেরপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদিকা ছফুরা বেগম সেখান উপস্থিত ছিলেন। খন্দকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলজ এবং বনজ গাছের চারা বিতরন করা হয়।