বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের সংবাদ সম্মেলন :: রাজাকার ও ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাতিলের দাবি

By মেহেরপুর নিউজ

December 25, 2016

মেহেরপুর নিউজ, ২৫ ডিসেম্বর: মেহেরপুরে মুক্তিযোদ্ধা তালিকা থেকে রাজাকার ও ভুয়া মুক্তিযোদ্ধাদের বাতিলের দাবিতে সাংবাদিক সম্মেলন করছে জেলা মুক্তিযোদ্ধা সংসদের কামন্ডার বশির আহমেদ। রবিবার দুপুর ১২টার সময় মেহেরপুর প্রেসক্লাবে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহমেদ বলেন, মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ট সন্তান আর রাজাকার দেশের বে-ঈমান হিসাবে চিহিৃত করা হয়। কিন্তু দুঙখজনক হলেও সত্য মেহেরপুরের অনেক চিহিৃত রাজাকার এখন মুক্তিযোদ্ধাদের তালিকায় স্থান করে মুক্তিযোদ্ধাদের প্রশ্নবিদ্ধ করা হয়েছে। এছাড়াও মেহেরপুরে অনেক মার্কেট ও সড়ক রাজাকারদের নামে দেওয়া আছে। তিনি এসকল রাজাকার ভ’য়া মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাতিল ও সকল স্থাপনা থেকে রাজাকারদের নাম পরির্বতনের দাবি করেন। কমান্ডার বশির আহমেদ বলেন, মেহেরপুরের চিহিৃত রাজাকার মধ্যে অনেকেই মারা গেছেন। বেঁচে থাকলে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হত। এদের মধ্যে ছিলেন সাবদার আলী মাষ্টার, অ্যাড. আব্দুল মতিন, অ্যাড. খালেদুজ্জামান, ঠিকাদার আওলাদ হোসেন, আক্তার খান, এলাহিদাদ ভিকু মিয়া, মাহতাব খান, সালাউদ্দিন খান, গাংনীর সামসুদ্দিন মাষ্টার, ডা. নিজাম উদ্দিন, মজিবর রহমান মাষ্টার। তিনি বলেন, বর্তমানে অনেক রাজার বেঁছে আছেন তাদেরও অপরাধ ট্রাইব্যুনালে বিচার হতে পারে। তার মধ্যে মুক্তিযোদ্ধা তালিকায় রয়েছেন আব্দুল লতিফ মোল্লা, নুরুন্নবী বাবু (ফ্রিডম বাবু), মীর রওশন আলী মনা, আলাউদ্দিন খান উল্লেখ্য। এছাড়া মুক্তিযোদ্ধা না হয়ে তালিকায় মুক্তিযোদ্ধা হিসেবে ভাতা সুবিধা নিচ্ছেন শেখ সাঈদ, আব্দুর রাজ্জাক, ইরফান আলীসহ আরো অনেকে। এসকল রাজাকার ও মুক্তিযোদ্ধার তালিকা থেকে তাদের বাদ দিয়ে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা করার দাবি জানান তিনি। সাংবাদিক সম্মেলনে জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন। তবে সাংবাদিক সম্মেলনকারী জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বশির আহমেদের সাথে কোনো মুক্তিযোদ্ধা বা সংসদের কেউ অংশ নেননি।