বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভোট গ্রহন শেষ ।। ৮০ ভাগ ভোট পোল ।। গননা চলছে

By মেহেরপুর নিউজ

March 02, 2013

সর্বশেষ

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ মার্চ: মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহন শেষ হয়েছে। গননা  চলছে । আজ শনিবার সকাল ৮টা থেকে একটানা বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহন করার কথা থাকলেও ৪টা পর্যন্ত বুথের মধ্যে অনেক ভোটার আপেক্ষায় থাকার কারনে ভোট গ্রহন শেষ হয়েছে সাড়ে ৪ টার দিকে। এবারের নির্বাচনে ২হাজার ৬’শ ৮২ জন ভোটারের মধ্যে ভোটাধীকার প্রয়োগ করেছেন ২ হাজার ১‘শ ৫২ জন। শতকারা হিসেবে ৮০ ভাগ ভোট পোল হয়েছে। নির্বাচন কেন্দ্র থেকে মেহেরপুর নিউজের স্টাফ রিপোর্টার মুজাহিদ মুন্না জানান,টান টান উত্তেজনার  মধ্যে শান্তিপূর্ন পরিবেশে মোটর শ্রমিক ইউনিয়নের সদস্যরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন।  চা বিরতীর পর ভোট গননা শুর হয়েছে।।

উল্লেখ্য, মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে ১৪ টি পদের বিপরীতে প্রতিদ্বন্দীতা করছেন ৪২ প্রার্থী। নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এ্যাডভোকেট মারুফ আহমেদবিজন।