মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ ফেব্রুয়ারী: মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে। সোমবার রাতে মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার এ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন তফশিল ঘোষণা করেন। এ সময় সহকারী নির্বাচন কমিশনার এ্যাডভোকেট ইয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন। ঘোষিত তফশিল অনুসারে আগামী ২ মার্চ নির্বাচন। এছাড়া ১৪ ফেব্রুয়ারী সদস্যদের বকেয়া পরিশোধেরে শেষ তারিখ। ১৭ ফেব্রুয়ারী খসড়া ভোটার তালিকা প্রকাশ, ১৮ ফেব্রুয়ারী ভোটার তালিকার ওপর আপত্তি ও নিষ্পত্তি, ১৯ ফেব্রুয়ারী চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ২০ ফেব্রুয়ারী মনোনয়নপত্র প্রদান ও জমা দান করার শেষ সময়। ২০ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহার, ২২ ফেব্রুয়ারী প্রতীক বরাদ্দ ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং ২ মার্চ সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।