মেহেরপুর নিউজ, ১১ এপ্রিল: মেহেরপুর জেলা যুবলীগের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
শনিবার দুপুরে জেলা যুবলীগের কার্যালয়ে জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সাজ্জাদুল আলম, সদর উপজেলা সম্পাদক আল মামুন, জেলা সাংগঠনিক সম্পাদক মাহফিজুর রহমান মাহবুব, মিজানুর রহমান হিরণ, ইউনিয়ন সভাপতি আবুল কাশেম প্রমুখ।