বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে স্বল্পোন্নত দেশ হতে উন্নত দেশ গঠনের যুবকদের ভূমিকা আলোচনা সভা

By মেহেরপুর নিউজ

June 06, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে স্বল্পোন্নত দেশ হতে উন্নত দেশ গঠনের যুবকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা এবং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকালে আলোচনা সভা ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান। মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তর মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর টিটিসি’র অধ্যক্ষ আরিফ আহমেদ তালুকদার।

স্বাগত বক্তব্য রাখেন যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর লক্ষণ বাহাদুর।অনুষ্ঠানের সঞ্চালনা করেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু। মাসব্যাপী এ প্রশিক্ষণে ওয়েব ডিজাইন, ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়ারিং ও সোলার প্যানেল স্থাপন, ওয়েল্ডিং ইয়ুথ কিচেন (রান্না বিষয়ক) প্রশিক্ষণে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকার ১২০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছে।