রাজনীতি

মেহেরপুর জেলা যুব মহিলালীগের কমিটি গঠন ।। পলি সভাপতি, রুত শোভা ও নার্গিস যুগ্ম আহবায়ক

By মেহেরপুর নিউজ

September 18, 2015

মেহেরপুর নিউজ,১৮ সেপ্টেম্বর: সামিউন বাসিরা পলিকে আহবায়ক, এ্যাড. রুত শোভা মন্ডলকে ১নং যুগ্ম আহবায়ক এবং নার্গিস আরাকে ২নং যুগ্ম আহবায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট মেহেরপুর জেলা যুব মহিলা আওয়ামীলীগের কমিটি অনুমোদন করা হয়েছে। বাংলাদেশ যুবমহিলা লীগের সবাপতি নাজমা অকতার ও সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এ কমিটি অনুমোদন করেণ।