বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা রোভার স্কাউস’র পক্ষ থেকে ২ জনকে সংবর্ধনা

By মেহেরপুর নিউজ

August 03, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সরকারি কলেজের ছাত্র অনিক হাসান বাংলাদেশ স্কাউট স্পেশাল ইভেন্টস বিভাগ আয়োজিত জাতীয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় যন্ত্র সঙ্গীত বিভাগে জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান এবং বাদশা খান বাংলা ভাষায় উপস্থাপনা বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করায় মেহেরপুর জেলা রোভার স্কাউস’র পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালের দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাদশা খান অনিক হাসানকে সংবর্ধনা দেওয়া হয়। জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা রোভারের কমিশনার ও সরকার মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফররুক আহমেদ। পরে বাদশা খান অনিক হাসানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিউজা-উল জান্নাহ, এনডিসি গোলাম রাব্বানী, সহ-সভাপতি নুরুল আহমেদ, ডি আরএস আনোয়ার হোসেন, আলমগীর হোসেন প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।